• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

জাজিরায় জেলেদের মাঝে গরু বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

শরীয়তপুরের জজিরায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জাজিরা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দফতরের বাস্তবায়নে এ গরু বিতরণ করা হয়। এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন- জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, জাজিরা উপজেলা প্রকৌশলী মো. ইমন মোল্লা। আরো উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফসহ স্থানীয় জেলেরা। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়তে কাজ করছেন। তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, শিক্ষা বৃত্তি ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিচ্ছেন। এছাড়া অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। জেলেদের দেওয়া হচ্ছে চাল ও গরু-ছাগল। জেলেদের উদ্দেশে বক্তারা বলেন, সহায়তা হিসেবে দেওয়া বকনা বাছুর সঠিকভাবে লালন পালন করতে হবে। তাহলেই ভবিষ্যতে এর মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে। আর ইলিশ মাছ বাংলাদেশের সম্পদ। তাই সরকারের নির্দেশ মেনে ইলিশ ধরতে হবে। জাটকা ধরা বন্ধ করতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর