• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৬

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

গাজীপুরের ধীরাশ্রমের ভারারুল এলাকার একটি কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। তাদের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শ্রমিকের নাম লিখন মিয়া (২৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রমের ভারারুল এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় দুপুরে একটি লেমিনেশন মেশিন বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিস্ফোরণে ঘটনাস্থলে লিখন মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরো ছয়জন। তাদের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। গাজীপুর সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, কারখানায় মেশিন বিস্ফোরণে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর