• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

১০ টাকায় ব্যাগভর্তি বাজার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

আসন্ন রমজানকে সামনে রেখে বরিশালে ১০ টাকার বিনিময়ে চাল, তেল, ডালসহ ১০ প্রকার নিত্যপণ্য ক্রয় করেছেন সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ। নামমাত্র মূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি তারা। এ কার্যক্রমটির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সংস্থাটি জানিয়েছে, সারাদেশে তাদের এ কার্যক্রম চলছে। বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর মহিলা ক্লাবে প্রায় ২০০ পরিবারকে ১০ টাকার বিনিময়ে রোজার বাজার দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। সেখানে ১৮টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য নেয়ার সুযোগ পায় একটি পরিবার। এরমধ্যে চাল, দুই প্রকার ডাল, সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, দুই কেজি আটা, এক ডজন ডিম, ছোলা বুট, একটি খাতা-তিনটি কলমসহ ১৮টি পণ্য ছিল। যার বাজার মূল্য প্রায় দেড় হাজার টাকা। কম টাকায় পণ্য পাওয়া আকলিমা বেগম বলেন, এখন বাজারে ১০ টাকার বিনিময়ে কিছুই পাওয়া যায় না। আজ যে বাজার ১০ টাকায় করলাম তা দেড় হাজার টাকার পণ্য। আমার রোজায় হয়ে যাবে। যারা এ আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সালেহা বেগম। হারুন মিয়া বলেন, ১ টাকা দিয়ে সয়াবিন তেল, চাল, ডাল আটা কিনেছি। ১৮টি পণ্যের মধ্যে আমি ১০টি পণ্য পছন্দ মতো নিতে পেরেছি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, রোজায় জিনিসপত্রের দাম বেড়ে যায়। নিম্ন আয়ের মানুষ খুব অসহায় হয়ে পড়ে। আমরা দেশের ২০ হাজার পরিবারকে এই সহায়তা প্রদান করছি। এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘড়াই বলেন, এ ধরনের কার্যক্রমে মানুষ উপকৃত হবে। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি আসন্ন রমজানে বরিশালের দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালে থাকে তার জন্য বাজার মনিটরিং করার কথাও জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর