• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কেন্দ্রে জানালার কাঁচ পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার পরীক্ষা শেষে দুতলা থেকে নামার সময় পরীক্ষার্থীদের হুড়োহুড়িতে জানালার কাচ ভেঙে নিচে দাঁড়িয়ে থাকা ছাত্রীর কপালে লেগে রক্তাক্ত জখম হয়েছে। এ সময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাকে ডেকেও সাড়া না পেয়ে আহত ছাত্রীকে স্কুলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব আব্দুল খালেক সরকার জানান, এই কেন্দ্রে উপজেলার পাইলট হাইস্কুল, আদর্শ হাইস্কুল, কলেজিয়েট হাইস্কুল, পৌরসভা হাইস্কুল, মির্জাপুর হাইস্কুল ও শিয়ালা হাইস্কুলের ৪৮২ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বুধবার আইসিটি বিষয়ের বহু নির্বাচনি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে দুই ও তিনতলা থেকে নামার সময় হুড়োহুড়িতে জানালার কাচ ভেঙে যায়। এ সময় নিচে দাঁড়িয়ে থাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আয়েশা বিনতে আব্দুল হাবিবের কপালে ওই ভাঙা কাচ পড়ে। এতে ছাত্রীর চোখের উপর ডান পাশে রক্তাক্ত জখম ও ক্ষত হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ওই সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন না। তাকে কেন্দ্র সচিব ফোন করে ডাকলেও তিনি কেন্দ্রে আসেন নাই। এ অবস্থায় আহত ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরাই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা কেন দায়িত্ব পালন করেননি তা খতিয়ে দেখা হচ্ছে। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং পরবর্তীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কেন্দ্র সচিবকে সতর্ক করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর