• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যের বাড়িসহ ১৬ বাড়ি ভাঙচুর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসীদের হামলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে বাহেরচর গ্রামে দীর্ঘদিন ধরে শাহ আলম, জুলহাস মেম্বার ও আওয়ামী লীগ নেতা তোফাজ্জল প্রধানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর আগেও একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া দুই গ্রুপের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে শাহ আলম ও ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র দা, ছুরি, টেঁটা ও বল্লম নিয়ে তোফাজ্জলের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে নারী ও শিশুদের কান্নায় ভারি হয়ে উঠে আশপাশের পরিবেশ। সন্ত্রাসীরা একে একে ১৬টি বাড়ি ভাঙচুর করে লুটপাট চালায়। হামলায় অন্তত ৮ জন আহত হন। আহতদের মাঝে আখিনুর ও হিরাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার শিকার তোফাজ্জল ও নারী ইউপি সদস্য আফরোজা বলেন, এই রকম ঘটনা নজিরবিহীন। তবে অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মুঠাফোনে কল দিলেও পাওয়া যায়নি। আড়াইহাজার থানার এসআই রহিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতরা কোনো অবস্থাতেই পার পাবে না।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর