• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চার হাসপাতাল থেকে গ্রেফতার ৩৮ দালাল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

রোগী বাগিয়ে নেওয়া এবং প্যাথলজিক্যাল টেস্টের নামে প্রতারণার অভিযোগে সরকারি চার হাসপাতাল থেকে নারীসহ ৩৮ দালালকে গ্রেফতার করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার অভিযানে গ্রেফতারের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। র‌্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, আমরা আকস্মিকভাবে চারটি সরকারি হাসপাতালের সামনে বুধবার অভিযান পরিচালনা করি। এ সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৭ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে ১৩ জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে চারজন এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, এসব হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনকে দ্রুত ও ভালো সেবা দেওয়ার আশ্বাস দিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিল দালালচক্র। তারা অল্প সময়ে সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২-এর একটি আভিযানিক দল র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ও মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর ৩৮ দালালের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। তাদের মধ্যে সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর