• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ইঞ্জিন বিকল: ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

টাঙ্গাইলের বাসাইলে ইঞ্জিন বিকল হওয়ার প্রায় চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের বাসাইলে ইঞ্জিন বিকল হওয়া ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, সকাল সাড়ে ৮টার দি‌কে টাঙ্গাইলে ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়। টাঙ্গাইল রেল পুলিশের এস আই আকবর জানান, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে টাঙ্গাইল রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে যায়। এরপর খবর আসে করটিয়া নামক স্থানে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, ইঞ্জিন বিকল হওয়া ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর