• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বিবাহবিচ্ছেদের ক্ষোভে আগুন দেওয়া স্বামীর পর স্ত্রীর মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

নরসিংদীর রায়পুরায় স্ত্রী কর্তৃক বিবাহবিচ্ছেদ হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিচ্ছেদ হওয়া স্ত্রীসহ নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেন স্বামী খলিল মিয়া (৪০)। পরে দু’জনকে সঙ্কটাপন্ন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হলে একদিন পর চিকিৎসাধীন অবস্থায় আহত খলিল মারা যান। বৃহস্পতিবার সাবেক স্ত্রী লতা আক্তার (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, এর আগে গত রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় সাবেক স্ত্রীর ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্বামীর মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার স্ত্রী লতার আক্তারও মারা গেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর একটি মামলা রুজু হয়েছে বলে জানান তিনি। নিহত অগ্নিদগ্ধরা রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন ব্রাহ্মণেরটেক গ্রামের মফিজ উদ্দিন মেয়ে লতা আক্তার। তিনি ঢাকার গুলশান এলাকার একটি মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসক। অপরজন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী বেপারীর ছেলে খলিল মিয়া। তিনি লতা আক্তারের সদ্য বিবাহবিচ্ছেদ দেওয়া স্বামী ছিলেন। নিহত লতার চাচা ফারুক মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লতা আক্তার। তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রায়পুরার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক গ্রামে নিয়ে আসা হয়। স্থানীয়রা জানান, লতা আক্তার ও খলিল উভয়ের মাঝে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে দু’জনে গোপনে বিয়ে করে সংসার পাতেন। সম্প্রতি দু’জনের মাঝে সম্পর্কের অবনতি ঘটলে চিকিৎসক লতা আক্তার এক নারী উকিলের মাধ্যমে তার প্রেমিক স্বামীকে তালাকনামা পাঠান। তবে প্রেমিক স্বামী খলিল তাকে নিয়ে সংসার করতে চান। এ নিয়ে উভয়ের মতামতের ভিত্তিতে গ্রাম্য সালিশ-বৈঠক হয়। কিন্তু কোনো ভাবেই তাদের মিল হচ্ছিল না। গত রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লতা আক্তার তার বাবার বাড়ির একটি ঘরে অবস্থানকালে স্থানীয়রা হঠাৎ চিৎকার শুনতে পান। পরে তারা এগিয়ে আসেন এবং লতার সাবেক স্বামী খলিল লতাকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই ঢাকায় পাঠান। সোমবার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় খলিলের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে লতা আক্তারও মারা যান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর