• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ভৈরবে ডাকাতির প্রস্তুতি-ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর কবরস্থানের পেছন থেকে চারজন এবং জগন্নাথপুর এলাকা একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের ভৈরবপুর গ্রামের মো. জীবন মিয়া, উপজেলার শম্ভুপুর গ্রামের লিটন ওরফে মো. আলী, ইটনা উপজেলার মো. সোহেল ও রায়পুরা উপজেলার আবুল কালাম। এ সময় তাদের কাছ থেকে ধারালো চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় জগন্নাথপুর এলাকা থেকে আসিফ নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের (পিপিএম বার) নির্দেশনায় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান ও ভৈরব থানার ওসি মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সদস্যদের নিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর