• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সিরাজদিখানে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। অভিযানে বাসাইল ইউনিয়নের মামুন ব্রিকসকে এক লাখ টাকা ও বালুচর ইউনিয়নে অবস্থিত স্টার গ্রিন ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মামুন ব্রিকসের অবৈধ দখলকৃত ১০০ ফুট খাস জমি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় ঐ দুই ইটভাটাকে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর