• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪  

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড় ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজৈর উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় দুই বাসের চালকের অবস্থা গুরুতর। এ ঘটনার পর রাস্তার দুই পাশে প্রায় ৮ কি.মি এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার বড় ব্রিজ নামক স্থানে একটি ইজিবাইককে অভারটেক করার সময় বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অপরদিকে থেকে আসা বরিশালগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ প্রায় ৩০ জন যাত্রী আহত হন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর