• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শরীয়তপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

"আসুন শব্দদূষণ রোধে সকলে সচেষ্ট হই" প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: তাছলিমা আকতারের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া প্রমুখ।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান। সভায় বক্তারা বলেন, শব্দ সচেতনতা শব্দদূষণ রোধের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর