• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পলাশবাড়ীর ইটভাটা গুলোর অবৈধ কার্যক্রম বন্ধে জোড়ালো দাবী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

গাইবান্ধা জেলার ন্যায় পলাশবাড়ী উপজেলায় ব্যাপক হারে গড়ে উঠেছে যত্রতত্র এসব অবৈধ ইটভাটা। এ গুলো যেমন পরিবেশের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে তেমনি প্রতিনিয়ত ভোক্তাধিকার লংঙ্ঘণ করা হচ্ছে । ভোক্তাধিকার আইন রক্ষায় যেমন কোন উদ্যোগ এসব ইটভাটার বিরুদ্ধে নেই বললেই চলে তেমনি পরিবেশ অধিদপ্তরের বাবু মশাইগণ বছর পর বছর ঘুড়ে দেখা মেলে না সরেজমিনে। মাটি আইনের তোয়াক্কা না করে তাদের অবৈধ কার্যক্রম চলছে বছরের পর বছর। নদী নালা গ্রামীন রাস্তাঘাট, বন্যা নিয়ন্ত্রন বাধ ব্যাপক ঝুঁকিতে পড়েছে তাদের দানব নামক ট্রাক্টর গুলো বেপরোয়া চলাচলে ।

 

ইটভাটা গুলোতে কাঠ খড়ি বিভিন্ন গাছের গুড়ি পোড়ানো হচ্ছে। ইটভাটা গুলোতে এভাবে বিভিন্ন গাছের গুড়ি, ডাল, খড়ির স্তুপ করে রেখেছেন। উপজেলার সাকোয়া ব্রীজ সংগ¬ন্ন ইটভাটা গুলোসহ উপজেলার প্রতিটি ইটভাটায় বিভিন্ন কৌশলে প্রতিনিয়ত পোড়ানো হচ্ছে এসব গাছ ও খড়ি। ছবিতে দৃশ্য পলাশবাড়ী উপজেলার সাকোয়া এলাকার এম সি বিক্সস এ স্তুপ কৃত বিভিন্ন প্রজাতির গাছ। বলা হয় হাওয়াই ভাটা মানে ঝিকঝাক ভাটা নামে যেটা চিনি সেখানেও খড়ির স্তুপ পাওয়া যায় পোড়ানো অবস্থায়। একটি ভাটার মালিকের নামে দুইটি ভাটা চলমান উপজেলার বেশ কয়েকটি স্থানে ।

 

উপজেলার শতকরা ৯৫ ভাগ ইটভাটা আবাদি জমি নষ্ট করে ও বসতবাড়ীর আশে পাশে এসব ইটভাটার ও নেই কোন পরিবেশের ছাড় পত্র। ইটভাটা গুলোতে যে সব ইট উৎপাদন করা হয় তার পরিমাপের ঠিক নেই। নেই কোন উপকরণ। উচিৎ মুল্যে এসব ইট বিক্রি করে ভোক্তাধিকার লংঙ্ঘণকারী অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে আইন অনুসারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা জরুরী।

 

গত কয়েকদিন ধরে পলাশবাড়ী উপজেলার ইটভাটা গুলোকে নিয়ে গণমাধ্যমে লেখালেখির ফলে দৃষ্টিগোচর হয় জেলা প্রশাসকের তার নির্দেশে উপজেলার বিশ্রামগাছী গ্রামের অবৈধভাবে গড়ে উঠা ইবিএল ইটভাটায় বন্ধের পর আবারো চালু করায় গতকাল ১১ ডিসেম্বর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ইটভাটাটি বন্ধ করে দেয় ও উপাদনের জন্য প্রস্তুত ইট ধ্বংস করা হয়।

 

এরকম ইটভাটায় ভরপুর উপজেলা জুড়ে প্রতিটি ইটভাটার কার্যক্রমের বৈধতা যাচাই প‚র্বক দ্রæত যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে উপজেলার সচেতন মহল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর