• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৫ পরিবারের সবকিছু পুড়ে ছাই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

চুয়াডাঙ্গা দামুড়হুদার নতুন বাস্তপুর গ্রামে ভরদুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি পরিবারের ঘরবাড়ি, নগদ টাকা, ইজিবাইকসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে পথে বসার মতো অবস্থা ৫টি পরিবারের। ঘটনার পরপরই দামুড়হুদা উপজেলা প্রশাসন ও হাউলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে পরিবারগুলোকে। শুক্রবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের পশ্চিমপাড়ার মস্তবারীর স্ত্রী মাবিয়া খাতুনের রান্না ঘরে হঠাৎ আগুন জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আরো ৫টি বাড়িতে। মাবিয়া খাতুনের রান্না ঘর, বসতঘরসহ ৫টি পরিবারে সবকিছু চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা আগুন পুরোপুরি নিযন্ত্রণে আনে। এ সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক, শফিকুল ইসলামের গরু বিক্রির নগদ ২ লাখ টাকা, মাবিয়া খাতুনের নগদ ৭০ হাজার টাকা সব মিলিয়ে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা ও হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের সান্তনা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাইম আলী, হাউলী ইউপি সদস্য আব্দুল হান্নান সহ গণ্যমান্য ব্যক্তিরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর