• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গভীর নলকূপের গর্তে পড়া সেই যুবকের লাশ ৪ ঘণ্টা পর উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পূর্ব নেজামপুর গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে আটকা পড়া সেই যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, এদিন বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃতের নাম রনি বর্মন। তিনি একই এলাকার চৈতন্য বর্মনের ছেলে। স্থানীয়রা জানান, বিএমডিএর গভির নলকূপটি পানির স্তর নিচে নেমে যাওয়ায় নতুন করে আরেকটি গভির নলকূপ কিছুদিন আগে বসানো হয়। ফলে আগেরটি পরিত্যক্ত হয়ে পড়েছিলো। শুক্রবার সাড়ে ১১টার দিকে ঐ পরিত্যক্ত নলকূপের গর্তে মধ্যেই পড়ে যান রনি বর্মন। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তাদের সঙ্গে যোগ দেয় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট। পরে সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রনির লাশ উদ্ধার করেন। নাচোল থানার ওসি মো. তারেকুর রহমান জানান, রনি বর্মন নামে প্রতিবন্ধী ঐ যুবক ঐ এলাকায় ঘোরাঘুরি করতো। আজ পরিত্যক্ত গভির নলকূপের গর্তে পড়ে যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর