• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

যেভাবে লাগে বনানীতে বাসে আগুন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

রাজধানীর বনানী নেভী হেড কোয়ার্টারের সামনে যাত্রীবাহী একটি বাসে শনিবার বিকেলে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘দাবদাহের কারণে আগুন’ বলে তথ্য ছড়ায়। তবে ফায়ার সার্ভিস বলছে ভিন্ন কথা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চলন্ত বাসের নিচে চলে যায়। এ সময় ঐ মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফোরণ হয়ে বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা শনিবার বিকেল ৪টার দিকে যাত্রীবাহী বাসে আগুনের খবর পায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিল। বনানী নেভী হেড কোয়ার্টারের সামনে আসার পর একটি মোটরসাইকেল চলন্ত বাসটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায় এবং মোটরসাইকেলটি চলন্ত বাসের নিচে চলে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মোটরসাইকেলের দুই আরোহীকেও শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্টরা। তাদের শনাক্তে কাজ চলছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর