• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

ভেড়ামারায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

তীব্র গরমে পুড়ছে কুষ্টিয়ার ভেড়ামারা। তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। গত কয়েকদিনে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ভেড়ামারায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়। কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ উপজেলায় যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানা যায়। ভেড়ামারায় টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলেছে তীব্র তাপপ্রবাহ। তীব্র রোদ আর রোদে আগুনের ফুলকির মতো তেজ যেন মরুভূমির তাপমাত্রা। অতি তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ ও প্রাণীকূল। তীব্র রোদের কারণে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা কাজ করতে না পেরে অনাহারে দিন পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছেন স্বল্প আয়ের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচন্ড তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। তবে রোদের এতো উত্তাপ যে মাথা ঘুরে যাচ্ছে। হিটস্ট্রোকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয়রা বলছেন, কালবৈশাখীর মৌসুমেও প্রায় এক মাস বৃষ্টির দেখা নেই। নদী-নালা, খাল-বিল ও পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। পেটের দায়ে যারা কাজ করতে বের হচ্ছেন, তারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় প্রায় প্রতিদিনই ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ভেড়ামারায় প্রচন্ড গরমে জ্বর, ঠাণ্ডা-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়ে গেছে। এ জন্য গরমের সময় অসুস্থতা থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কুমারখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মামুন আর রশিদ বলেন, কুষ্টিয়ায় এ মৌসুমে শনিবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আজসহ তিনদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশ গরম অনুভূত হচ্ছে। এদিকে তীব্র তাপদাহের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কিছু সামাজিক প্রতিষ্ঠান। শুক্রবার দুপুরে একটি সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টের উদ্যোগে ৫০০ জনকে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করতে দেখা যায়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর