• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী চামড়া শিল্পকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব করতে হবে : পরিবেশমন্ত্রী বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী গণিত আমাদের যুক্তিবাদী হতে শেখায় : এলজিআরডি প্রতিমন্ত্রী উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছেন চুয়েটের ৮ শিক্ষার্থী

সাকিবের সঙ্গে দেখা করলেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী, ছবি ভাইরাল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার মধ্যেই প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে মাগুরা-১ এর সংসদ সদস্য সাকিব আল হাসানের সঙ্গে দেখা গেছে। আর সেই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় ভোটাররা প্রশ্ন করছেন- সংসদ সদস্য সাকিব প্রার্থীদের কী বার্তা দিলেন? সোমবার সকালে মাগুরা শহরের সাহাপাড়ার বাসায় আসেন সাকিব। আমেরিকা থেকে রোববার রাতে ঢাকায় আসেন তিনি। এবার ঈদে স্ত্রী-সন্তানদের সঙ্গে আমেরিকায় কাটিয়েছেন তিনি। উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীদের নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে হস্তক্ষেপ না করতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই তা মানছেন না। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দুপুর ১২টার দিকে কেশবমোড় এলাকায় নিজের রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। এর কিছুক্ষণ পর সেখানে আসেন সদর উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. রানা আমির ওসমান। আলাদাভাবে দুজনের সঙ্গে কথা বলেন সাকিব। হেলিকপ্টার ও মোটরসাইকেল প্রতীকের এই দুই প্রার্থীর মধ্যে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বর্তমান ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা রেজাউল ইসলাম মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সমর্থন পাচ্ছেন বলে জানা গেছে। এদিকে, রানা আমির ওসমানের পক্ষে ভোটের মাঠে প্রচার চালাতে দেখা গেছে সাকিব ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের পরিবারের সদস্য ও তাদের অনুসারীদের। যদিও দুজন সংসদ সদস্যের কেউই প্রকাশ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। সাকিবেল সঙ্গে সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করেছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, ‘এমপি সাহেব আমাকে ডেকেছিলেন সৌজন্য সাক্ষাতের জন্য। আমাকে বলেছেন আসন্ন নির্বাচনে উনি নিরপেক্ষ থাকবেন।’ একই বিষয়ে অপর প্রার্থী মো. রানা আমির ওসমান বলেন, ‘উনি ডেকেছিলেন। নির্বাচনের খোঁজখবর নিলেন। বিশেষ কিছু বলেননি।’ জানা গেছে, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া একাধিক প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের সংসদ সদস্য সাকিবের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। প্রার্থীদের কী বার্তা দিয়েছেন? তা জানতে চাইলে এড়িয়ে যান সাকিব আল হাসান। আগামী ৮ মে প্রথম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলা পরিষদে পাঁচ ও শ্রীপুরে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এ নির্বাচন ঘিরে মাগুরায় আওয়ামী লীগের বিভক্তি স্পষ্ট হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর