• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সজনে পাড়তে গিয়ে গাছেই ঝুলে থাকলেন ভ্যানচালক, অতঃপর...

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

রাজবাড়ীতে সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল আজিজ মিয়া ওরফে ফাজু মিয়া (৪৫) নামের এক ভ্যানচালক গাছেই ঝুলে ছিলেন। সোমবার বিকেলে পাংশা উপজেলার কুড়াপাড়ায় এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ফাজু মিয়া উপজেলার কুড়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল লতিফ মিয়া। স্থানীয়রা জানান, বিকেলে ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আবদুল আজিজ। পথে রাস্তার পাশে তিনি একটি গাছে সজনে ঝুলতে দেখেন। তিনি রাস্তার পাশে ভ্যান দাঁড় করিয়ে সজনে পাড়ার জন্য গাছে উঠেন। সজনে গাছের ওপর দিয়ে বিদ্যুতের তার ছিল। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানায়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে গাছ থেকে ওই ভ্যানচালকের মরদেহ নামায়। বিষয়টি নিয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ঐ ভ্যানচালক বিদ্যুতের তার দেখতে পাননি। মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মারা যাওয়ার সময় ওই চালকের ভ্যানটি রাস্তার পাশে গাছের নিচে রাখা ছিল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর