• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী চামড়া শিল্পকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব করতে হবে : পরিবেশমন্ত্রী বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী গণিত আমাদের যুক্তিবাদী হতে শেখায় : এলজিআরডি প্রতিমন্ত্রী উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছেন চুয়েটের ৮ শিক্ষার্থী রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ

যাত্রীর দেওয়া পানি খেয়ে রিকশা খোয়ালেন চালক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

রাজধানীর ওয়ারীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে রিকশা খোয়ালেন অজ্ঞাত এক চালক। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওয়্যার স্ট্রিটের গলির ভেতরে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় সেই রিকশা চালককে ওয়ারী থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিধু জানান, আজ রাতের দিকে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ঐ রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ভবনের ৬০১নং ওয়ার্ডে ভর্তি দেন। তিনি আরো জানান, খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ঐ রিকশাচালকটি অল্প অল্প কিছু কথা বলতে পারতো। তিনি তখন এতটুকুই বলেছিলেন বংশাল থেকে একজন প্যাসেঞ্জার নিয়ে তিনি ওয়ারি এলাকায় এসেছিলেন। পথিমধ্যে তার পানি পিপাসা লাগলে ঐ রিকশা প্যাসেঞ্জার তাকে পানি খেতে দেয়। এরপর তার আর কিছুই মনে নেই। রাস্তার পাশে পড়েছিলেন তিনি। এ সময় তার রিকশাও ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঐ রিকশাচালকের কাছে একটি বাটন মোবাইল পাওয়া গেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর