• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সরকার কৃষকদের অধিকার নিশ্চিত করেছে: এমপি শাওন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের আমলেই দেশের কৃষকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ কেবল খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণই নয়, বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপে বর্তমানে দেশের কৃষিখাতকে আধুনিকায়ণ করা সম্ভব হয়েছে। সোমবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে ৭ হাজার ৭শ’ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার এবং বীজ বিতরণের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর