• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ মে ২০২৪  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুদিনে ৫ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এরমধ্যে রোববার সকালে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাতে ২ জন আহত হন। নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের জারুলিয়াছড়ি সীমান্ত এলাকার ৪৬ -৪৭ পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মিয়ানমার থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় সদর ইউনিয়নের জারুলিয়া ছড়ির সীমান্ত এলাকার ৪৬-৪৭ পিলারের মধ্যবর্তী এলাকায় শনিবার রাতে মাইন বিস্ফোরণে দুই নাগরিকসহ তাদের নিয়ে আসা গরু আহত হয়। এ সময় আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলেও গরুটি সীমান্তে রয়ে যায়। পরে রোববার সকালে সীমান্তে আহত গরুটিকে নিয়ে আসার জন্য আরো ৩ জন সীমান্ত এলাকায় গেলে মাইন বিস্ফোরণে তারাও আহত হন। পরে তাদেরকেও উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফছার বলেন, শনিবার সন্ধ্যায় জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে দুজন এবং রোববার সকালে একই এলাকায় আরো ৩ জনসহ মোট ৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর