• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

কোটি টাকার কাবিনে কমিউনিটি সেন্টারে দুই ব্যাঙের বিয়ে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ মে ২০২৪  

নেত্রকোণায় কোটি টাকার কাবিনের ব্যাঙের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মূলত বৃষ্টির আশায় এমন ব্যতিক্রমধর্মী আয়োজন বলে জানায় আয়োজকরা। গত শুক্রবার সন্ধ্যায় আটপাড়া উপজেলার বাঁশাটি খানসাব বাগান বাড়ি কমিউনিটি সেন্টারে বিয়েটি সম্পন্ন হয়েছে। কেন্দুয়া উপজেলার বৃষ্টিকে মদন উপজেলার মেঘার সঙ্গে বিয়ে দেওয়া হয়। আর বিয়েতে গীত গেয়ে আনন্দে মাতোয়ারা হন সবাই। তবে এই বিয়ের আয়োজন করা হয়েছে দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায়। কিন্তু মানুষের বিয়ের আয়োজনের মতোই ঘটা করে ব্যাঙের বিয়ে দেন আয়োজরা। খাওয়া-দাওয়া ও গান আনন্দে মাতোয়ারা হয়েছেন সবাই। গ্রামের মানুষও বেশ মজা পেয়েছেন। পাশাপাশি নেত্রকোণা শহরে বা ঢাকায় থাকা অনেকেই এই বিয়েতে যান। গ্রামীণ প্রচলিত বিশ্বাস থেকে এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত এম আর খান মামুন এই বিয়ের আয়োজন করেন নিজ বাড়িতে। এতে করে গ্রামের মানুষসহ আত্মীয়-স্বজন শিশুদের মাঝেও আনন্দ বিরাজ করে। দিনভর নানা আয়োজন খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যায় তারা কলাগাছের মন্ডপ করে ঘটা করে ব্যাঙগুলোর বিয়ে দেন। আটপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী বলেন, আটপাড়া উপজেলার বাশাঁটি গ্রামে কমিউনিটি সেন্টারে ঘটা করে ব্যাঙের বিয়ে আয়োজন করা হয়েছে। আমার চাচাশ্বশুর এ বিয়ের আয়োজন করেছেন। গতকাল ছিল বিয়ে। আজ বরের বাড়িতে আমরা দাওয়াত খেতে এসেছি। মনে হচ্ছিল, এটি প্রাচীন রীতি হলেও রীতিমতো বিয়ের আয়োজন। তিনি আরো বলেন, ঘটক এনে কোটি টাকার কাবিনে বিয়ে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমেই আমরা আকাশে বৃষ্টির দেখাও পেয়েছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর