• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

গাইবান্ধায় মহান বিজয় দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

মহান বিজয় দিবসে গাইবান্ধায় বিভিন্ন কর্মস‚চীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মস‚চি গ্রহণ করা হয়। স‚র্যদ্বয়ের সময় স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন, জেলা পুলিশ পক্ষে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পৌরসভার পক্ষে মেয়র এড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংঠন, জাতীয়পার্টি, বিএনপি, জাসদ, জেলা বার আইনজীবী পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকেও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

আজ সকাল থেকে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে জার্কজমকপ‚র্ণ অনুষ্ঠিকতায় কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক আব্দুল মতিন ও জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এসময় বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ্য ডিসপে¬ প্রর্দশণ, খেলাধুলার পুরস্কার বিতরণ করেন।

 

মহান বিজয় দিবস উপলক্ষ্য আলোচনা সভায় জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধণা দেওয়া হয়।

 

এদিকে দিবসটি যথযোগ্য মর্যাদায় জেলার সবকয়টি উপজেলায় শান্তিপ‚র্ণ পরিবেশে উপজেলা প্রশাসনের সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলায় দিনব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধণা প্রদান করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর