• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

স্বাধিনতার ৪৮ বছর পর বঙ্গবন্ধু স্কুলে শহিদ মিনার স্থাপন!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে  স্বাধিনতার ৪৮ বছর পর শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে সোমবার (১৬ডিসেম্বর) নবনির্মিত শহিদ মিনারে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পনের মধ্য দিয়ে শহীদ মিনারের শুভ উদ্ধোধন করা হয়।

 

বিদ্যালয়ের উদ্যোগে জাতীর জনকের নামে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন শিলকুপ ইউপির সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  মোজাম্মেল হক সিকদার।

 

এসময় উপস্থিত থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্যদান করেন- বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুখ, শিলকুপ ইউনিয়ন আলীগের সভাপতি বাবু ডা. ভূপাল বড়ুয়া, সাধারণ সম্পাদক নুরুল আকতার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কায়েস সরওয়ার সুমন, শিলকুপ ইউপির ছাত্রলীগ সভাপতি মো. বেলাল উদ্দিন সিকদার, ছাত্র নেতা মিজান সিকদার, ইউপি সদস্য নাজিম উদ্দিন, বাহাদুর, আব্দু রহিম, আহামদ উল্লাহ্ সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

 

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে স্বাধিনতার দীর্ঘ ৪৮ বছর পর নবনির্মিত শহীদ বেদীতে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পার্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে পেরে আনন্দ প্রকাশ করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর