• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

উল্লাপাড়ায় ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর এলাকার শ্রীখোলা বাসস্ট্যান্ড এলাকায় রবিবার বিকেলে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদনহীন ঘি ও সরিষার তেল উৎপাদনের দায়ে ৫ অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন। সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সোমবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ  বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ওই ৫ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাদানকারী ব্যবসায়ীরা হলেন, উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা এলাকার মৃত আব্দুল আলীর ছেলে মো. মুকুল হোসেন (৫০), মৃত ফরাজ প্রামানিকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নূর মোহাম্মদ (৬০), মো. শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০), জাকের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০)।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর