• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে মহান বিজয় দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯তম বিজয় দিবস পালিত হয়েছে। 

 

দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে  সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা প্রেসক্লাব, আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। 

 

একই সঙ্গে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

 

র‌্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।  

 

এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল কাদের, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য জাইদুল ইসলাম মিনু, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, রৌমারী ফায়ার সার্ভিস সেষ্টশন কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুণ অর রশিদ, রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারাসহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আক্তারুজ্জামান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি ও ক্রীড়া শিক্ষক মোয়াখের আলম সোনা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন। কুচকাওয়াজ এবং শিশু শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও শীতের চাদর দেওয়া হয়। ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর