• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বিজয়ের বন্ধ শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

১৬ ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, ও শ্রমিকদের মাঝে এক প্রকার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

 

তবে বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

 

এরআগে বিজয় দিবস উপলক্ষে আখউড়া-আগরতলা স্থলবন্দরের দুইদেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠকে বন্দর বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, বিজয় দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর সকাল থেকে এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর