• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

কাজিপুরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

সিরাজগঞ্জের কাজিপুরে  আসন্ন দূর্গা পূজায় মন্ডপের সংখ্যা কমেছে। গতবার ১৬ টি মন্দিরে দূর্গাপূজা হলেও এবার  তিনটি কমে ১৩ টি মন্দিরে পূজার প্রস্তুতি চলছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে পূজা উদযাপন পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজা উদযাপনে সরকারি নির্দেশনা ও আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্বল কুমার ভৌমিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক পরিমল কুমার তরফদার,  কাজিপুর থানার এসআই পার্থ সরকার, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান,  কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আবদুল জলিল প্রমূখ। সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে সরকারি নির্দেশনা মেনে চলার জন্যে আহবান জানান ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর