• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতকে গণনা করার আহ্বান মশিউরের

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান আজ জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। 
তিনি বলেন, দেশের অনানুষ্ঠানিক খাত অনেক বড়। এটি আনুষ্ঠানিক খাত থেকে সম্পূর্ণ বাদ পড়েছে। অথচ আনুষ্ঠানিক খাত এবং অনানুষ্ঠানিক খাতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। তাই, আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে তথ্য অন্তর্ভুক্ত করা উচিত।
ড. মশিউর রহমান নগরীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সরকারি পরিসংখ্যানকে আরও গণমুখী করতে এবং জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দিতে তৃতীয়বারের মতো দিবসটি পালন করেছে বাংলাদেশ।
এবারের জাতীয় পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 
ড. মশিউর রহমান বলেন, সঠিক পরিসংখ্যান পেতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনবল বাড়াতে হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সঠিক তথ্য ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রাপ্তির জন্য ১৯৭৪ সালে বিবিএসকে একটি অনন্য ও পৃথক সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করেন।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিবিএস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে সময়োপযোগী এবং নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে আসছে ।
তিনি উল্লেখ করেন যে বিবিএস কর্তৃক তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সরকারের প্রতিশ্রুতিকে ত্বরান্বিত করবে।
গত এক দশকের উন্নয়নের সাফল্য তুলে ব্যবস্থার ড. শামসুল আলম বলেন, বাংলাদেশ তার সমন্বিত ব্যবস্থাপনার সাফল্যের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেয়েছে।
আলোচনায় সভাপতিত্ব করেন বিবিএস সচিব ড. শাহনাজ আরেফিন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর