• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ইইউর বাজারে নিট পোশাক রফতানিতে চীনকে টপকাল বাংলাদেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩  

নিট পোশাক রফতানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে টপকে শীর্ষে উঠে এলো বাংলাদেশ। এর ফলে প্রথমবারের মত নিট পোশাক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রফতানিকারকের অবস্থান অর্জন করলো বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সবচেয়ে বেশি নিট পোশাক রফতানি করে বাংলাদেশ। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ইইউর বাজারে বাংলাদেশ ১৩৩ কোটি কেজি পোশাক রফতানি করেছে। আর চীনের রফতানি ১৩১ কোটি কেজি। এর মধ্যে বাংলাদেশি ৫৭ কোটি কেজি নিট পোশাকে আয় ৯০০ কোটি ডলার। আর ৪৪ কোটি কেজি চীনের নিট পোশাকে আয় ৮৯৬ কোটি ডলার। ইইউ বাজারে ২০১৪ সাল থেকে ডেনিম পোশাক রফতানিতেও শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশ। যদিও চলতি বছর সামগ্রিকভাবে ইউরোপের বাজারে পোশাক রফতানিতে চীনের চেয়ে বাংলাদেশ ৭৩০ কোটি ডলার পিছিয়ে রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর