• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে তিন বছরের জন্য ৫০ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

আগামী তিন বছরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে প্রায় ৫০ হাজার কোটি টাকা (৫৯০ কোটি ডলার) ঋণ সহায়তা দেবে। 
বৃহস্পতিবার এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২১-২৩ মেয়াদে কান্ট্রি অপারেশনস বিজনেস প্ল্যানের আওতায় এই অর্থ দেয়ার পাশাপাশি যদি অর্থ সংস্থান করা সম্ভব হয়, তবে বাংলাদেশ আরো প্রায় ৪৫ হাজার কোটি টাকা (৫২০ কোটি ডলার) স্ট্যান্ডবাই প্রকল্প সহায়তা পাবে।

এডিবির অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হচ্ছে: স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রোগ্রাম, জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি প্রকল্প, কৃষি উৎপাদন উন্নয়ন প্রকল্প, কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি প্রকল্প, স্টার্টআপ ভেঞ্জার ক্যাপিটাল ফান্ড, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রোগ্রাম, কয়েকটি শিক্ষা প্রকল্প, কয়েকটি জ্বালানি প্রকল্প, ঢাকা-সিলেট রোড প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্প, সাসেক আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প, কয়েকটি রেল প্রকল্প, ধীরাশরাম ইনল্যান্ড কনটেইনার ডিপো প্রকল্প এবং রোড সেফটি প্রকল্প।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহান পরকাশ বলেন, কোভিড-১৯ মহামারির জন্য বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য সামাজিক সুরক্ষা, দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার ও ইনক্লুসিভ প্রবৃদ্ধির জন্য এই সহায়তা দেয়া হবে।

বাংলাদেশ সরকার বাড়তি সহায়তা চেয়েছে জানিয়ে তিনি বলেন, বেসরকারি খাত, পাবলিক-প্রাইভেট অংশীদার প্রকল্প ও বন্ড মাকের্ট উন্নয়নের জন্য এডিবি বাড়তি সহায়তা দেবে। গত ৪৭ বছরে এডিবি বাংলাদেশকে ৩,৫০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর