• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

চবিতে শিক্ষার্থীদের চড়ুইভাতি: যেন ফিরে আসা শৈশব স্মৃতি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩  

শীতের সকাল। তখনো গাছের পত্রপল্লবে গড়িয়ে টপটপ শব্দে ঝরছে শিশিরকণা। পাখিরাও কিচিরমিচির শব্দে নতুন দিনের জানান দিচ্ছে। ঘাসের ডগায় শিশিরবিন্দু হীরকখণ্ডের মতো চকচক করে জ্বলছে। ঠিক তখনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বোটানিক্যাল গার্ডেনের পুকুরপাড়ে জমেছে কয়েকজন উচ্ছ্বসিত তরুণ-তরুণী। তাদের হাতে বস্তা ভর্তি বাজার। কারো হাতে হাড়ি পাতিল, বটি। আবার কেউ কেউ জড়ো হয়েছে বেলুন, পোস্টার ব্যানার ও গিটার নিয়ে। চবি শিক্ষার্থীদের চড়ুইভাতি, এ যেন ফিরে আসা শৈশব স্মৃতি। বুধবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়া চবির মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘মীরসরাই স্টুডেন্টস এসোসিয়েশনের' চড়ুইভাতি অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। সংগঠনটির চড়ুইভাতি অনুষ্ঠানে ছিল নজরকাড়া আয়োজন। ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় মুখরিত হয় বায়োলজি পুকুরপাড়। কোনো কৃত্রিমতা নয়, ঠিক যেন চিরাচরিত বাংলার ছেলে-মেয়েদের ছোটবেলার চড়ুইভাতি। প্রথমে মাটি খুঁড়ে ইটের সাহায্য তৈরি হয় দুটো চুলো। তার ওপর পাতিল বসিয়ে চলে রান্নাবান্নার কাজ। একদল আগুন জ্বালিয়ে সাহায্য করছে, তো আরেকদল প্রস্তুত করছে রান্নার জিনিসপত্র। আবার কেউবা শীতের ঠাণ্ডা উপেক্ষা করে পুকুরে নেমেছে পানি তুলতে। ঠিক এভাবেই শিক্ষার্থীরা যেন ফিরে গেল ক্ষণিকের বাল্যবেলায়। শুধু রান্নাবান্না বা খাওয়াতেই শেষ নয় অনুষ্ঠান। রান্না শেষে অনুষ্ঠিত হয়েছে হরেক রকমের খেলাধুলা। যার মধ্যে ছিল, বেলুন পাসিং, ঝুড়িতে বল ফেলা, কুইজ, লটারির মাধ্যমে ছড়া, কবিতা, কৌতুক ও বিভিন্ন মজাদার বিষয়ে আড্ডা। এছাড়া গলায় গলা মিলিয়ে ছেলে-মেয়ে মেতেছিল গানের আড্ডায়ও। ইফতেখায়রুল ইসলাম নামের এসোসিয়েশনের এক শিক্ষার্থী বলেন, আজকের এই আয়োজন আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। ব্যস্ততার কারণে সময় হয়ে উঠে না। তবে আজ অনেক আগ্রহ নিয়ে এসেছিলাম আর তা পূরণও হয়েছে। সবার আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে এই প্রোগ্রাম কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে। সিনিয়র জুনিয়র সবাই মিলে মিশে খুব আনন্দের সঙ্গে কাজ করেছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশ সবসময় বিরাজমান ছিল। এই বন্ধন আরো দৃঢ় হোক এই কামনা করি। সারাদিন এত মজা হয়েছে যে বুঝতেই পারিনি কখন বিকেল হয়ে গেছে। তামান্না জাহান নামে আরেক শিক্ষার্থী বলেন, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। কখন যে সময়গুলো চলে গেল বুঝলামই না। সাধারণত এ ধরনের প্রোগ্রামগুলোতে রান্নাবান্না করতে করতেই পুরো সময় চলে যায়। অথচ আজ আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে গেমস ছিল, র‍্যাফেল ড্র ছিল। সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম পেয়েছি। সংগঠনটির সাধারণ সম্পাদক ইবনুল ইনতিসার বলেন, এই আয়োজন আমাদের সবার মধ্যে সম্পর্ককে আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত মজবুত করার প্রয়াস থাকবে সবসময়। বরাবরের ন্যায় আগামীতেও সবার সহযোগিতায় শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে সীতাকুণ্ডকে এগিয়ে নিতে কাজ করে যাবে চবি মিরসরাই স্টুডেন্ট এসোসিয়েশন। সভাপতি মো. শরিফ উদ্দীন চৌধুরী শিবলু, অনেকদিন পরে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এসোসিয়েশনেট জুনিয়র সিনিয়রদের সম্প্রতির মেলবন্ধন গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। এমন আয়োজন আমরা পরবর্তী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এইদিকে অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার চৌধুরী মাহির, সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ সহসভাপতি ইফতেখায়রুল ইসলাম ও জিল্লুর রহমানসহ অন্যরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর