• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাশ ১৫২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

চট্টগ্রামে এবারের এইচএসসি পরীক্ষায় আরও ১৫২ শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ৭৯ জন। সব মিলিয়ে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৮৮৭ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়। মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করে। জানা যায়, ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৭৯টি কলেজের ১ লাখ ১ হাজার ২৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়। ২৬ নভেম্বর প্রকাশিত ফলে চট্টগ্রামে পাশ করেছে ৭৫ হাজার ৯০৩ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাশের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৩৩৯ জন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান জানান, এবার এইচএসসির ২১ হাজার ১৭৯ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাশ করেছে ১৫২ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৯ শিক্ষার্থীর। ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর