• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

স্বতন্ত্র নির্বাচনের ঘোষণার পর সরে গেলেন শাকিল খান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। এমনকি মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। তবে এবার নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শাকিল।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শাকিল খান নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শাকিল খান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন। এ কারণেই এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের পক্ষে নৌকার প্রচার-প্রচারণায় কাজ করবো। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

এর আগে গত ২৭ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগনে শাহরিয়ার নাজিম।

বাগেরহাট-৩ আসন থেকে শাকিল খানসহ ১১ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর