• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কোন গানের জন্য অজু করতে বলেছিলেন এআর রহমান?

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪  

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক এ আর রহমান। তিনি ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক। আজ ৬ জানুয়ারি কিংবদন্তি কণ্ঠশিল্পীর জন্মদিন। জীবনের ৫৭টি বসন্ত শেষ করেছেন তিনি।

রকস্টার সিনেমার হিট গান হলো ‘কুন ফায়া কুন’। এআর রহমানের কম্পোজে গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী জাভেদ আলি। সম্প্রতি গানটি নিয়ে জাভেদ আলি পডকাস্টকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।

সেই সাক্ষাৎকারে জাভেদ বলেন, তিনি অন্যান্য গানগুলো যেভাবে রেকর্ড করেন সেভাবেই রেকর্ড করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু এআর রহমান তাকে বলেন, এটা কেবল একটা গান নয়, প্রার্থনা। সেই গানের নেপথ্যের ঘটনা নিয়ে জাভেদ বলেন, 'আমার কুন ফায়া কুন’ গাওয়ার স্মৃতি এখনও মনে আছে। 
 
তিনি বলেন, ‘আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, রেকর্ড করার জন্য একদম প্রস্তুত। তখনই উনি (রহমান) আমায় জিজ্ঞেস করলেন তুমি অজু করেছ? তারপর তিনি আমায় বলেন অজুটা করে নাও প্লিজ। তারপর আমি মন দিয়ে অজু করি, মাথায় টুপি পরি তারপর গান গাই।'
 
জাভেদ আরও বলেন, যখন গানটি রেকর্ড করছিলেন তখন চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। কেবল একটি মোমবাতি জ্বলল। পুরো স্টুডিও অন্ধকার হয়ে গিয়েছিল। আর সেখানে আমি, ইরশাদ সাহেব এবং রহমান স্যার ছিলাম। আমরা যখন গানটি গেয়েছিলাম তখন মনে হচ্ছিল আমরা যেন প্রার্থনা করছি।'
 
রকস্টার ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। গানটি গেয়েছিলেন জাভেদ আলি, রহমান, মোহিত চৌহান এবং নিজামি ব্রাদার্স।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর