• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

অনলাইনে অর্ডার করার ৪ বছর পর পণ্য পেল ক্রেতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ জুন ২০২৩  

দিন দিন ডিজিটাল নির্ভরতা বাড়ছে দেশবাসীর। সবজি থেকে শুরু করে বেডরুমের সরঞ্জাম বাড়িতে বসে অনলাইনেই এখন অর্ডার করছেন ক্রেতারা। আর কষ্ট করে, টাকা খরচ করে কোথাও যেতে হয় না তাদের। কিন্তু একটি ওয়েবসাইট থেকে ইলেকট্রনিক ডিভাইস অর্ডার করার পর অভূতপূর্ব ঘটনা ঘটল এক ব্যক্তির সঙ্গে। পণ্যটি অর্ডার করার চার বছর পর হাতে পেলেন।


অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হয়েছে। আলিএক্সপ্রেসের ওয়েবসাইট থেকে একটি পণ্য অর্ডার করেছিলেন দিল্লির এক টেক সংস্থার কর্মী নীতীন আগরওয়াল। ২০১৯ সালে করোনার আগে পণ্যটি আলিএক্সপ্রেস থেকে অর্ডার দেওয়া হয়েছিল। 

মজার বিষয় হল বর্তমানে ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আলিবাবাকে। কিন্তু অর্ডার যেহেতু সংস্থাটি এ দেশে নিষিদ্ধ হওয়ার আগে দেওয়া হয়েছিল, তাই শেষমেশ তা হাতে পেলেন নীতীন। যদিও চার বছর কেটে যাওয়ার পর প্রোডাক্টটি তার কাছে এসে পৌঁছবে তা ভাবতেও পারেননি তিনি।


সামাজিক সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন নীতীন। তিনি জানান, ‘কখনও আশা ছাড়তে নেই। আমি এই জিনিসটা আলিএক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম ২০১৯ সালে। অবশেষে আজ সেটা পেলাম।’ কিন্তু ঠিক কী কারণে অর্ডারটি ডেলিভারি হতে এত দেরি হলো? সে নিয়ে অবশ্য কোনো ব্যাখ্যা দেয়নি সংস্থাটি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর