• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

দশ বছর পর ধরা পড়লো বিশাল পাইথন!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

দির্ঘ দশ বছর ধরে তাকে কেউ কেউ দেখেছেন তবে দু’একবার। অবশেষে অজ্ঞাতবাস থেকে বেরিয়ে সবার চোখের সামনে এলো ১০ ফুটের পাইথন।

 

ঘটনাস্থল দক্ষিণ চীনের ফোশান শহরের একটি স্পা। হঠাৎই কিছু ভেঙে পড়ার শব্দ পান কর্মীরা। কাছে গিয়ে দেখেন স্পায়ের একটা অংশের ফল্স সিলিং ভেঙে একটি প্রায় বিশাল পাইথন মেঝেতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ও বন দফতরের কর্মীরা এসে পাইথনটি উদ্ধার করে নিয়ে যান।

 

স্পায়ের মালিক জানিয়েছেন, তিনি প্রায় ১০ বছর আগে শুনেছিলেন এই বিল্ডিংয়ে একটি বড় পাইথন রয়েছে। কিন্তু তিনি কখনও সেটি দেখেননি। তিন বছর আগে বাড়িটি সংস্কারের সময় কয়েক জন শ্রমিক সেটিকে দেখেছিলেন বলে জানান। 

 

সেবার পাইথনটিকে ধরার চেষ্টা হয়, কিন্তু সেটি পালিয়ে যায়। তারপর আর তাকে দেখা যায়নি। বাড়ির কোথাও পাইথনটি লুকিয়ে আছে বুঝতে পারলেও আর তার খোঁজ মেলেনি। মঙ্গলবার একেবারে ‘হাতনাতে’ ধরা পড়ে সে।

 

সাপটিকে উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে মেঝেতে সাপটিকে চেপে ধরে রেখেছেন পুলিশ কর্মীরা। ফিতা দিয়ে মাপা হচ্ছে। ১০ ফুটের সাপটির ওজন প্রায় ২০ কেজি। 

 

সিলিংয়ের যে অংশটি ভেঙে পড়েছে সাপটি, সেটিও দেখা যাচ্ছে ছবিতে। পরে পাইথনটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর