• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন ২ লাখেরও বেশি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড জনবল নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: ডেপুটি ডিরেক্টর-প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইমপ্যাক্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: দেশি–বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক সংস্থায় প্রোগ্রাম ডিজাইনিং, ম্যানেজমেন্ট, মনিটরিং ও ইভ্যালুয়েশনে অন্তত তিন বছর সমপদে বা উচ্চপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আরবান এলাকায় সাম্প্রতিক উন্নয়ন বিষয়ে জানাশোনা বা অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। রাইটিং ও রিসার্চে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেটের কাজ জানতে হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ২,০৯,৪০৪ থেকে ২,৩৫,৫৫১ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর, ২০২৩।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর