• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

জ্বালানি লোড-আনলোডের জন্য স্থাপিত হলো ট্রান্সপোর্ট লক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনে স্থাপন করা হয়েছে ট্রান্সপোর্ট লক। এর সাহায্যে রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোড-আনলোড করা হবে। এই লকের সাহায্যেই স্টার্টআপ পর্যায়ে ফুয়েল সিম্যুলেটর সরবরাহ এবং রিয়্যাক্টরের রক্ষণাবেক্ষণ করা হবে।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সপোর্ট লকের দৈর্ঘ্য ১২ দশমিক ৭০ মিটার, প্রস্থ ১০ মিটার এবং এর পুরো ওজন ২৩৫ টন। প্রকল্প সাইটে এটি অন্যতম বৃহত্তম ইকুইপমেন্ট।


রূপপুর কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি এই ট্রান্সপোর্ট লক ডিজাইন পজিশনে স্থাপনকে রিয়্যাক্টর কম্পার্টমেন্ট বিল্ডিং-এর সিভিল ওয়ার্কস সম্পন্নের পথে ‘একটি গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেন।


রূপপুর 02
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ধাপে প্রথম ইউনিটের ডোমে জ্যাকেটিং কার্য সম্পাদনের পর ট্রান্সপোর্ট লকের সংযোজন ও অ্যাডজাস্টমেন্ট করা হবে।

প্রসঙ্গত, রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিয়্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। আগামী ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। প্রতিটি ইউনিটের আয়ুকাল ৬০ বছর ধরা হয়েছে, যা আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর