• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সিটি নির্বাচনে আচরণবিধি নিয়ে চিঠি দেওয়া হবে: ইসি আলমগীর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি কিছুটা হলেও কৌশল করে না মানার প্রবণতা দেখা যাচ্ছে। আচরণবিধি সম্পর্কে সবাইকে অবহিত করার জন্য কেবিনেট সচিবকে অনুরোধ করে চিঠি দেওয়া হবে।
রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


নির্বাচন কমিশনার মো. আলমগীর আরো বলেন,  আওয়ামী লীগ যেহেতু সরকারি দল, তাই তাদেরও চিঠি দেওয়া হবে। কারণ, সরকারি দলের দায়িত্ব বেশি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেওয়া হবে। আজই চিঠি দেওয়া হতে পারে।
 
পাঁচ সিটি নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পিকারকেও অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।

সিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, ঐসব এলাকায় আচরণবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে তথ্য এসেছে। ইসি থেকে বিজ্ঞপ্তি দেওয়ার পরও প্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে। এজন্য আমরা বসেছি, আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর