• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

দেশের কারো বিনাচিকিৎসায় মৃত্যু হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটছে। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কারণে দেশের কোনো মানুষ আর বিনাচিকিৎসায় মারা যাবে না।
রোববার দুপুরে নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নেত্রকোণা পৌর শহরের ২০০ জন রোগীকে সমাজসেবা অধিদফতরের আওতায় এক কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। সরকার আগামীতেও এ উদ্যোগ অব্যাহত রাখবে। পর্যায়ক্রমে সারাদেশের মানুষ সরকারের অনুদান পাবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্যসহ সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। আগামীতে দেশ আরো উন্নত ও সমৃদ্ধ হবে। এজন্য শেখ হাসিনার বিকল্প নেই। তাই শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে দেশের মানুষকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

এ সময় নেত্রকোণার জেলা প্রশাসক অজানা খান মজলিশসহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর