• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আরপিও সংশোধনীর পর ইসির ক্ষমতা বেড়েছে: সিইসি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল, ২০২৩ পাসের ফলে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বেড়েছে। সরকার আমাদের প্রস্তাব মতো আরপিও সংশোধন করেছে। ইসি তার নিজের অবস্থানকে আরো সংহত, শক্তিশালী করার জন্য সংশোধনগুলো চেয়েছিল। সরকার ও সংসদ তাতে সম্মত হয়েছে। এতে আমাদের ক্ষমতা আরো বেড়েছে।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আরপিও সংশোধনী বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন।

সিইসি বলেন, সরকার আমাদের সম্মান করেছে। আমরা যেসব সংশোধন চেয়েছিলাম, সরকার তাতে সম্মত নাও হতে পারতো। আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম, তাতে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। আমাদের প্রস্তাব পাস হয়েছে।

তিনি বলেন, নতুন সংশোধনীতে ভোট শেষে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট কিছু কেন্দ্রে ভোট বাতিল ও গেজেট প্রকাশ আটকে দেওয়ার ক্ষমতা ইসি পেয়েছে। যেসব প্রস্তাব করা যায়, তা ১১ মাস আগে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রিসভায় তা অনুমোদিত হয়। তাতে সামান্য পরিবর্তনও করা হয়নি। মন্ত্রণালয় ইসির মতামত নিয়েছে, বিশেষ করে ৯১-এ নিয়ে। আমরা বলেছিলাম- (অনিয়মের কারণে) যে কোনো পোলিং সেন্টার বা পুরো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ বাতিলের বিধান।

সিইসি বলেন, সরকার আমাদের মতামত চেয়েছে। ভোটে যেখানে প্রভাবিত হবে, যে কেন্দ্রগুলোতে ভোট বাধাগ্রস্ত হবে সে কেন্দ্রগুলো বাতিল করে দেওয়া হোক। আমরা তাতে সম্মত হয়েছি, বলেছি এটা যৌক্তিক। এটি সম্পূর্ণ নতুন দফা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর