• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

স্কুল ফিডিং কর্মসূচি শক্তিশালী করার সিদ্ধান্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা স্কুল ফিডিং কর্মসূচিকে অনেক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এক-তৃতীয়াংশ উপজেলায় স্কুল ফিডিং নতুন আঙ্গিকে চালু করবো। এটি আরো পুষ্টিকর হবে। বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে সমঝোতা করে আমরা এ কাজটি করছি। আগামীতে সারাদেশে স্কুল ফিডিং চালু করা হবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচিকে একসঙ্গে কাজটি করবে। এতে বাচ্চাদের স্কুলে আসতে আগ্রহ আরো বাড়বে, ঝরে পড়ার সংখ্যাও কমবে। আমরা আশা করছি, এটি ভালোভাবে সফল হবে। এর আগেও স্কুল ফিডিংয়ে আমরা সফলতা অর্জন করেছি। আশা করি, পর্যায়ক্রমে সারাদেশে স্কুল ফিডিং চালু করতে পারবো।

তিনি আরো বলেন, ইতালির নতুন সরকার খুবই শক্তিশালী। আমাদের বহু লোক সেই দেশে আছে। সম্প্রতি তারা আমাদের দেশ থেকে আরো জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছে। ইতালিত্তে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে। সম্প্রতি আরো অনেক বাংলাদেশি শিক্ষার্থী ইতালি যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর