‘স্মার্ট বাংলাদেশ সম্মেলন’ : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
দৈনিক জামালপুর
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে ঢাকায় আগামী ৫-৭ অক্টোবর অনুষ্ঠেয় ‘স্মার্ট বাংলাদেশ সামিট’ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বার্তায় বলেছেন, ‘বাংলাদেশের আইসিটি বিভাগ আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ সম্মেলন ২০২৩’ উপলক্ষ্যে এতে অংশগ্রহণকারী, সংগঠক, অবদানকারী ও সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
রাষ্ট্রপ্রধান বলেন, স্মার্ট বাংলাদেশের রূপকল্পের মাঝে ২০৪১ সালের মধ্যে এদেশের জাতিকে আধুনিক, জ্ঞান-বিজ্ঞানে রূপান্তরের প্রতিশ্রুতি নিহিত রয়েছে। তিনি বলেন, এই ব্যাপক ও সমন্বিত পরিকল্পনার লক্ষ্য- এই দেশে উদ্ভাবনকে উৎসাহিত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তরান্বিত করা ও সমাজের মঙ্গল বৃদ্ধি করা। সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ উদ্যোগের লক্ষ্য হল- আরও টেকসই ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ একটি সুদক্ষ ও বুদ্ধিমান জাতি তৈরি করা। রাষ্ট্রপতি বলেন, ‘এই সাহসী কৌশলের রূপরেখা আমাদের দেশকে একটি গর্বিত মধ্যম আয়ের সমৃদ্ধশালী দেশে উন্নীত হতে, একটি শক্তিশালী অর্থনীতির ভিত গড়ে তুলতে ও বিশ্বমানের অবকাঠামো দিয়েছে- যা বিশ্বের দরবারে একটি উদীয়মান দেশ হতে সহায়ক হবে।’ তিনি বলেন, “এই ‘স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩’ আমাদেরকে একটি প্রযুক্তিগতভাবে উন্নত ও ডিজিটালভাবে সমৃদ্ধ স্মার্ট জাতি হওয়ার যাত্রায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজের এই ভিত্তিকে গ্রহণ করে আমরা একটি রূপান্তরমূলক পথে যাত্রা করছি- যা আমাদের অর্থনীতিকে গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে।” রাষ্ট্রপতি বলেন, আইসিটি খাত বাংলাদেশের গতিশীল চিত্রের প্রতিশ্রুতির বাতিঘর হিসেবে দাঁড়িয়ে আছে। বিগত কয়েক বছরে, সরকারী সমর্থন এবং দেশের সুযোগ্য ও দক্ষ তরুণদের পেশাদারী প্রচেষ্টায় এই খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। তিনি বলেন, ‘ডিজিটাল সেবা সম্প্রসারণসহ আইসিটি খাতে আমাদের অর্জন পরিষেবাগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি বিশ্বব্যাপী আমাদের খ্যাতি বাড়িয়েছে।’
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ সম্মেলন উদ্ভাবন পরিচর্যা ও বৈশ্বিক সহযোগিতায় আমাদের নিষ্ঠার প্রমাণ। এটি বিশ্ব মঞ্চে আমাদেরকে অবস্থানকে আরো সুদঢ় করে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, স্মার্ট বাংলাদেশ সামিট একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে জ্ঞান, অভিজ্ঞতা এবং কৌশল বিনিময় করা যা মৌলিক স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন। তিনি উল্লেখ করেন, ‘প্রযুক্তি, উদ্ভাবন এবং কার্যকর প্রশাসনকে একীভূত করার মাধ্যমে আমরা আমাদের নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যতের পাশাপাশি বৈশ্বিক উদ্ভাবনের পরিবেশে অবস্থানের পথ প্রশস্ত করতে পারি।’
রাষ্ট্রপতি ‘স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩’ বাস্তবে পরিণত করতে যারা অবদান রেখেছে, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সাহাবুদ্দিন বলেন, ‘আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় জাতির জন্য অগ্রগতি এবং সমৃদ্ধির পথে চলি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘আমি এটা জেনে আনন্দিত যে ঢাকায় ৫-৭ অক্টোবর, ২০২৩ তারিখে ‘স্মার্ট বাংলাদেশ সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি বলেন, ‘এ আনন্দঘন উপলক্ষ্যে, আমি ২০৪১ সালের মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে যারা নিরলসভাবে অবদান রাখছেন, তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ শুধু একটি ধারণা নয়, এটি একটি সাহসী ও গতিশীল উদ্যোগ- যা ডিজিটালি সমৃদ্ধ ও সক্ষম সমাজ, সমৃদ্ধিশীল অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক শাসনের লক্ষ্যে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী চেতনার অনুসরণ করছে।
তিনি বলেন, ‘২০৪১-এর দিকে অগ্রসর হওয়ার এই সময়ে আমরা স্মার্ট নাগরিক গড়ে তুলতে, স্মার্ট গভর্নেন্স পরিচর্যা, স্মার্ট অর্থনীত পরিচালনা ও স্মার্ট সমাজ গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য রূপান্তরের প্রস্তুতি সম্পন্ন করছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মুক্ত করছি। এই ভিশন কেবল অবকাঠামো আধুনিকীকরণের নয়, বরং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নেরও।’ শেখ হাসিনা বলেন, এই ভিশন হলো- তরুণদের ক্ষমতায়ন, ব্যবধান ঘোচানো ও কাউকে পিছনে না ফেলে সকলের জন্য সুযোগ সৃষ্টি।’ তিনি বলেন, ‘আমি একথা জানাতে পেরে আনন্দিত যে গত কয়েক বছরে ডিজিটাল সেবা উন্নয়নসহ ইন্টারনেট সেবা সম্প্রসারণ, প্রাণবন্ত সফটওয়ার ও হার্ডওয়ার শিল্প বিকাশের মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাত গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধি অর্জন করেছে। এসব সাফল্য অর্থনৈতিক উন্নয়নকে জোরদার করে এবং দেশকে প্রযুক্তি চালিত একটি ভবিষ্যতের দিকে পরিচালিত করে।
শেখ হাসিনা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩’ এমন এক উদ্যোগ যা বিশেষজ্ঞ, সিদ্ধান্ত প্রণতা ও নেতৃবৃন্দসহ এ খাতের প্রত্যেককে একটি একক মঞ্চে মিথস্ক্রিয়া ও জ্ঞান বিনিময়ের সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী আশা করেন, এটি ডিজিটালি ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধের দিকে দেশের অভিযাত্রাকে তরান্বিত করবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সমান্তরাল বিচিত্র আয়োজনের সমাহারের পাশাপাশি এই শীর্ষ সম্মেলন এ সব আলোচনাকে আরও সমৃদ্ধ করবে এবং প্রযুক্তিগতভাবে অধিকতর সমৃদ্ধ একটি জাতিতে পরিণত হওয়ার অভিযাত্রায় অবদান রাখবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই ‘স্মার্ট বাংলাদেশ সামিট-২০২৩’-এর এই ব্যাপক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।

- শেখ হাসিনার বিপক্ষে লড়বেন ৪ প্রার্থী
- আরও বোয়িং কেনার প্রস্তাব পিটার হাসের
- অস্ত্রের চোরাচালান ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
- প্রায় ২৭ শতাংশ বাতিল, ছাড় পাননি ভিআইপিরাও
- আওয়ামী লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা
- ইউক্রেনের পাশে নেই যুক্তরাষ্ট্র!
- যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’য়ের নামফলক উন্মোচন
- আইএমএফের কাছ থেকে ৬৯ কোটি ডলার মিলবে
- আ’লীগ সরকার গণতন্ত্র সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
- পুরো কমিশন আপিল শুনানি করে সিদ্ধান্ত দেবেন : সিইসি
- বাংলাদেশের বৈশ্বিক অভিযোজন অ্যাওয়ার্ড লাভ
- গণতন্ত্র মুক্তি দিবস আজ
- মোমেন পরিবেশবান্ধব শান্তিরক্ষা কার্যক্রমের জন্য উদ্ভাবনের ওপর জোর
- চট্টগ্রামে উদ্ধার হওয়া খাল রক্ষায় নৌকা চালানোর পরিকল্পনা চসিকের
- হোল্ডিং ট্যাক্সের আদায়কৃত টাকা আত্মসাত, কর্মকর্তা কারাগারে
- স্মার্ট নড়িয়া-সখিপুর গড়তে সকলের সহযোগিতা চাই : এনামুল হক শামীম
- নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না তারেক জিয়া
- যানবাহনে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: হারুন
- বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এনএসআই কার্যালয়
- দেশ বাঁচাতে হলে নদীগুলো বাঁচাতে হবে
- আসন সমঝোতায় যথাযথ মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর
- বিমান চলাচলে ১০ দেশের সঙ্গে নতুন চুক্তি হচ্ছে
- শ্রম অধিকার নিয়ে নিষেধাজ্ঞার পরিস্থিতি তৈরি হয়নি
- ইসির নির্দেশে ৪৭ ইউএনও বদলি
- ভূমি নিবন্ধনে উৎসে কর কমিয়ে ৬ শতাংশ নির্ধারণ
- বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১০ শতাংশের ওপরে
- মূল্যস্ফীতি কিছুটা কমেছে
- অবসরের তিন বছর পার করেই নির্বাচন
- উল্লাপাড়ায় কুরিয়ার সাভির্সের ভ্যান পোড়ানো মামলায় গ্রেপ্তার- ৩
- মেলান্দহের লোকজ সংস্কৃতি: হাওসের ধুয়া কোরিয়ান ভাষায় রূপান্তর
- জামালপুর ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূর মোহম্মদ
- স্মার্টফোনের চার্জার দিয়েই চলবে ল্যাপটপ-স্মার্টওয়াচ-ইয়ারবার্ড
- প্রধানমন্ত্রীর মসজিদে নববী জিয়ারত
- নির্বাচনে দায়িত্ব পালন করবেন কারা, জানালেন ইসি সচিব
- জামালপুর-৫ আসনে নৌকার মাঝি আবুল কালাম আজাদ
- ব্রিটিশ পার্লামেন্টে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার টিউলিপ
- মাত্র ১৮৮ টাকায় ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার
- আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি
- পূর্ণতা পেল মেট্রোরেল, বাঁচবে লাখ লাখ কর্মঘণ্টা
- সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতি ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
- আরামবাগের জনসমুদ্রে প্রধানমন্ত্রী : নৌকা এবারও জিতবে
- মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের ব্যাখ্যায় অধিকাংশ দেশ সন্তুষ্ট
- কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রুহুল আমিন
- চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ৩ প্রকল্পের উদ্বোধন ১৪ নভেম্বর
- নারী সম্মেলনে যোগ দিতে আজ সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আর্মি সার্ভিস কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হলেন এএফডির পিএসও
- কর্মসংস্থান হবে ৩০ হাজার মানুষের
- আমরা উন্নয়ন করি, বিএনপি-জামায়াত ধ্বংস করে: প্রধানমন্ত্রী
- ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য
- গাজার নৃশংসতা ৭১’র ভয়াবহতা মনে করিয়ে দেয়: প্রধানমন্ত্রী
