• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রূপপুরে ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩  

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম চালানের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ৩৩তম দেশ হিসেবে পরমাণু সমৃদ্ধ দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠান শুরু হয়। এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আলী হোসেন, আরএনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. শওকত আকবর, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রমুখ।

এর আগে, ২৮ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। রাশিয়া থেকে একটি বিশেষ বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালান আনা হয়। ২৯ সেপ্টেম্বর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে নেয়া হয় এ পারমাণবিক জ্বালানির প্রথম চালান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর