• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

৩’শ আসনে আ’লীগের প্রার্থীদের নাম ঘোষণা শুরু : যারা পেলেন?

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে আওয়ামী লীগ। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নাম ঘোষণা শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নৌকার মনোনয়ন পেলেন যারা

১  পঞ্চগড়-১        নাইমুজ জামান ভুইয়া
২   পঞ্চগড়-২        নুরুল ইসলাম সুজন
৩   ঠাকুরগাঁও-১     রমেশ চন্দ্র সেন
৪   ঠাকুরগাঁও-২     মাজহারুল ইসলাম 
৫   ঠাকুরগাঁও-৩   
৬   দিনাজপুর-১     মনোরঞ্জন শীল গোপাল
৭   দিনাজপুর-২    খালিদ মাহমুদ চৌধুরী  
৮   দিনাজপুর-৩    ইকবালুর রহিম
৯  দিনাজপুর-৪    আবুল হাসান মাহমুদ আলী
১০ দিনাজপুর-৫    মোস্তাফিজুর রহমান ফিজার
১১  দিনাজপুর-৬    শিবলী সাদিক
১২  নীলফামারী-১   আফতাব উদ্দিন সরকার
১৩  নীলফামারী-২  আসাদুজ্জামান নূর
১৪  নীলফামারী-৩ গোলাম মোস্তফা 
১৫  নীলফামারী-৪ জাকির হোসেন বাবু
১৬  লালমনিরহাট-১ মোতাহার হোসেন
১৭  লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
১৮  লালমনিরহাট-৩ মতিয়ার রহমান
১৯  রংপুর-১  রেজাউল করিম 
২০ রংপুর-২   আহসানুল হক চৌধুরী
২১ মাগুরা-১ সাকিব আল হাসান

এর আগে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী নির্ধারণ করে আওয়ামী লীগ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বরের মধ্যে মনোনীত প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর