• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাউবিতে ২ দিনব্যপী “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রের প্রদর্শন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী । মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বাউবির সহায়তায় শিক্ষক সমিতির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনভিত্তিক চলচ্চিত্রটির এই প্রদর্শনি শেষ হবে আগামীকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার। বিজয়ের মাসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ ও তাদের পরিবারবর্গ অধীর আগ্রহে এই চলচ্চিত্রটি উপভোগ করেন। আজ প্রদর্শনির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর