• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোগত উন্নয়ন সাধন করছে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয় বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে অবকাঠামোগত উন্নয়ন সাধন করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিচর্যা করতে পারলে কর্মক্ষেত্রে তারা স্বাভাবিক মানুষের মতোই কর্ম দক্ষ হয়ে উঠবে। একসময় প্রতিবন্ধিতাকে সমাজের বোঝা স্বরূপ বিবেচনা করা হতো। কিন্তু এখন সচেতনতা গড়ে ওঠেছে যে, প্রতিবন্ধিতা কোন অভিশাপ নয়। আজ সোমবার ‘গ্লে¬াবাল ডিসঅ্যাবিলিটি সামিটে বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিতকরণ এবং দক্ষতা উন্নয়ন’ বিষয়ক কর্মশালায় আলোচকরা এসব কথা বলেন। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ কর্মশালার আয়োজন করে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্ল¬া। কর্মশালায় উপস্থিত ছিলেন পিআইবি এর পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) চলতি দায়িত্ব শেখ মজলিশ ফুয়াদ। কর্মশালায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রজেক্ট অফিসার এলিজাবেথ ইতি ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন উপস্থিত ছিলেন। এতে মোট ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় পিআইবি’র মহাপরিচালক বলেন, প্রতিবন্ধীদের অগ্রযাত্রা মসৃণ করতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ও সামাজিক বৈষম্য দূরীকরণে কুসংস্কার প্রতিরোধের ক্ষেত্রে সাংবাদিকদের আরো প্রতিবেদন ও ফিচার তৈরি করতে হবে। তিনি প্রতিবন্ধীদের সঙ্গে ভাষা (শব্দ চয়নের) ব্যবহার ও আচরণে সংযমী হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারে সহায়তা প্রদান করার আহ্বান জানান। পিআইবি’র মহাপরিচালক বলেন, সাংবাদিকতার শক্তি তখনই প্রকাশ পায় যখন সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর গোষ্ঠীর ন্যায্য অধিকার সমাজের সামনে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারপার্সন মহুয়া পাল বলেন, প্রতিবন্ধিতা কখনও বাঁধা নয়। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয় বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে অবকাঠামোগত উন্নয়ন সাধন করছে। কর্মশালায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্ল¬া বলেন, পরিবার ও সমাজে অসচেতনতার কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন কখনও কখনও দুর্বিষহ হয়ে পড়ে। কিন্তু আমরা যদি সঠিক পরিচর্যা ও চিকিৎসা করাতে পারি তবে তারা স্বাভাবিক মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হবে। বর্তমান সরকার প্রতিবন্ধিতা শনাক্ত করে সুবর্ণ কার্ডের বিপরীতে ভাতা, শিক্ষা উপবৃত্তি ও অনুদানসহ নানাবিধ সুযোগ প্রদান করছে। কর্মশালায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেষ্ঠ্য সাংবাদিক খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ডেইলী আওয়ার টাইমসের সাংবাদিক শাহনাজ বেগম পলি, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও বিএমএসএফ সভাপতি এনামুল কবীর রুপম, যমুনা টেলিভিশনের সাংবাদিক তাজনুর ইসলাম, দৈনিক কালবেলার সাংবাদিক শাহনেওয়াজ খান সুমন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক রাবেয়া বেবী, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মরিয়ম সেজুতি, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের সাংবাদিক মো. বুরহানউদ্দিন অংশগ্রহণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর