• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার মন্ত্রিসভার নিয়মিত ও বর্তমান সরকারের শেষ বৈঠকে তিনি এই নির্দেশ দেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত এবং সহযোগিতা করার জন্য ‘জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা ২০২৩’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালায় স্বেচ্ছাসেবীদের আইনি জটিলতা এড়ানো ছাড়াও ছবিসহ পরিচয়পত্র দেওয়ার বিধান রাখা হয়েছে। মন্ত্রিসভা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভা ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩’ এর খসড়া অনুমোদন করেছে। পর্যটকদের আকর্ষণ করতে এই নীতিমালার আওতায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে সমুদ্রবন্দরের পাশে। কোথায় কোথায় পর্যটন কেন্দ্র হবে সেটা নির্ধারণ করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে কেবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। তিনি বলেন, মাঠপর্যায়ে এখন ক্লোজ মনিটরিং (নিবিড় তদারকি) হচ্ছে, দেশের মানুষ এটা দেখতে পাচ্ছেন। এতে বেশ কিছু সুফলও পাওয়া যাচ্ছে। সুনির্দিষ্টভাবে কী নির্দেশনা ছিল- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের তরফ থেকে নির্দেশনা হচ্ছে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা। তো সেটি কেবিনেটে আলোচনা হয়নি। নির্দেশনা পাওয়ার পরে মাঠপর্যায়ে টিম কাজ করছে। এই নির্দেশনা কি মন্ত্রিসভার বৈঠকে দিয়েছেন নাকি বাইরে দিয়েছেন- জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ওই সিদ্ধান্ত তো কেবিনেটে আলোচ্য বিষয় ছিল না। ওটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার। যখন একটি ক্রাইসিস বা সমস্যা তৈরি হয় তখন ওই মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট থাকেন তাদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে হঠাৎ পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সম্ভাব্যতা যাচাই করার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক এ নির্দেশনা দেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী আলোচনার সময় একটি নির্দেশনা দিয়েছেন, আমাদের যে সমুদ্র তীর আছে, তাতে ডেক বা জেটি নেই। বিদেশে সব সমুদ্রবন্দরে একটি জেটি থাকে টার্মিনালের মতো। সেখানে জাহাজগুলো থাকে এবং ওখান থেকে যাত্রী নেয় তারা। সমুদ্র ভ্রমণ করে ওখানে আবার যাত্রী নামিয়ে দেয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এরকম টার্মিনাল করা যায় বা জেটি নির্মাণ করা যায়। স্থানগুলো চিহ্নিত করে সেখানে নির্মাণ কাজটি যেন দ্রুত শুরু করতে পারেন। এজন্য সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্ভাব্যতা যাচাই করতে বলেছেন, কোথায় করা যায় এবং কীভাবে করা যায়, সেটার জন্য তিনি বলে দিয়েছেন। পেঁয়াজ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, হঠাৎ পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। স্বেচ্ছাসেবীরা পাবেন আইডি কার্ড ॥ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত এবং সহযোগিতা করার জন্য ‘জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা ২০২৩’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালায় স্বেচ্ছাসেবীদের আইনি জটিলতা এড়ানো ছাড়াও ছবিসহ পরিচয়পত্র দেওয়ার বিধান রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, স্বেচ্ছাসেবা বাংলাদেশে খুবই ভালো একটি ক্ষেত্র। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবায় আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ করছে। তাদের কাজে সহযোগিতা করার জন্য, তাদের কীভাবে আরও উৎসাহিত করা যায়, সেগুলো নিশ্চিত করার জন্য এ নীতিমালা করা হয়েছে। তিনি বলেন, স্বেচ্ছাসেবীদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হবে। তাদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তাদের ছবিসহ আইডি কার্ড থাকবে। তাদের সুরক্ষা দিতে হবে। কাজ করতে গিয়ে তারা যদি আইনি কোনো সমস্যায় পড়েন, সেখানেও তাকে সহযোগিতা করা হবে। বিষয়গুলো দেখভাল করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বে একটি কাউন্সিল গঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বে স্বেচ্ছাসেবকদের চাহিদা আছে। স্বচ্ছাসেবকরা যাতে বিভিন্ন দেশে কাজ করতে পারেন সেজন্য তাদের প্রশিক্ষিত করা হবে। স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডের মাধ্যমে যেসব কাজ হয়, সেগুলোকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। যারা ভালো কাজ করবে তাদের জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে। নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ বৈঠক বা কেবিনেট মিটিং আর হবে কি হবে না, সেটা এখনই বলা যাবে না। এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, সরকার যদি মনে করে কোনো গুরুত্বপূর্ণ আইন বা বিষয় রয়েছে আলোচনার জন্য তখন কেবিনেট বৈঠক হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ও ইইউর মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ইইউ দেশগুলোতে বিমান চলাচল করতে হলে সেখানকার স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। এছাড়া জামালপুরের মাদারগঞ্জে সাড়ে ৩০০ একর জমিতে ‘মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কিয়ার চায়না এবং বিআর পাওয়ারজেন লিমিটেডের যৌথ উদ্যোগে এটি নির্মাণ হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেটা স্থানীয়ভাবে সার কারখানা নির্মাণ করে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো ঢাকায় এনে সিলিন্ডারে করে ব্যবহার হচ্ছে এখন, যদিও তা সামান্য। তাই এটাকে যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর